Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

At a Glance

একনজরে ৪নং বড়থলি ইউনিয়ন পরিচিতিঃ
রাঙ্গামাটি জেলার অর্ন্তগত বিলাইছড়ি উপজেলার ৪নং বড়থলি ইউনিয়ন। এর উত্তরে -তাইখুইতাং পাহাড় ও তিনবানছড়া, দক্ষিনে- মিয়ানমার (বার্মা), পূর্বে  - ঠেগা নদী, ভারতের মিজোরাম ও বান্দরবান পার্বত্য জেলা, পশ্চিমে - বান্দরবান জেলার থানছি উপজেলা। বিলাইছড়ি সদর হতে বড়থলি ইউনিয়নের দূরত্ব ১১৬ কি:মি:। 
 
১। নামঃ ৪নং বড়থলি ইউনিয়ন
২। আয়তনঃ ২৭৮ বর্গ কি:মি:
৩। জনসংখ্যাঃ ৩৮৬৭ জন ( আদমশুমারী ২০১৮সাল অনুযায়ী)
৪। গ্রামের সংখ্যাঃ ২৩টি 
৫। বৌদ্ধ বিহারঃ ২টি
৬। গীর্জাঃ ১০টি
৭। মন্দিরঃ ০
৮। মসজিদঃ ০ 
৯। হাটবাজারঃ নাই
১০।উপজেলা সদর হতে যোগাযোগের মাধ্যমঃ পায়ে হেঁেট । ইঞ্জিন চালিত বোট। 
১১। সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ০
১২। সরকারী মাধ্যমিক বিদ্যালয়ঃ ০
১৩। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ঃ ৯টি
১৪। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ঃ ০