Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Travel


রাইংক্ষ্যং হ্রদ
রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার সর্বদক্ষিণে অবস্থিত বড়থলি ইউনিয়নে রাইংক্ষ্যং হ্রদটি অবস্থিত। প্রাকৃতিকভাবে সৃষ্ট এই হ্রদটি তিন পার্বত্য জেলার সবচাইতে বড় প্রাকৃতিক হ্রদ। সমুদ্র সমতল হতে প্রায় ১২০০ফুট উচ্চতায় অবস্থিত এই হ্রদটি লম্বায় প্রায় এক মাইল। ১৮৭৫ সালে ব্রিটিশ আমলে সাংগু মহকুমার অ্যাসিস্ট্যান্ট কমিশনার লেফট্যানেন্ট জর্জ গর্ডন এই হ্র্রদটি আবিষ্কার করেন। হ্রদটি বাংলাদেশের একমাত্র ত্রিদেশীয় আর্ন্তজাতিক সীমান্ত মায়ানমার , ভারত ও বাংলাদেশের সীমানার অতি নিকটে। হ্রদটি রাঙ্গামাটি জেলায় বিলাইছড়ি উপজেলাস্থ  হলেও যোগাযোগের ক্ষেত্র হল বান্দরবান জেলার রুমা উপজেলা দিয়ে।